হীরাজিন প্লাস
Zinc Monohydred 36%
উপাদানঃ
হীরাজিন প্লাস এ ৩৬% জিংক এবং ১৭% সালফার বিদ্যমান।
ব্যবহারঃ
মাটিতে জিংক এর অভাব হলে এবং আশানুরুপ ফলন পেতে হলে হীরাজিন প্লাস ব্যবহার করুন।
ব্যবহার বিধিঃ
বীজ বপন বা চারা রোপনের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে । এছাড়াও ফসলে জিংকের অভাব দেখা দিলে স্প্রে মেশিনের সাহায্যে গাছ ভিজিয়ে স্প্রে করতে হয়।
অভাব জনিত লক্ষণঃ
- পাতায় ফোটা ফোটা দাগ পড়ে এবং পাতার রং তামাটে হয়ে যায়।
- পাতার শিরা ও কিনারা হলুদ বর্ণ হয়ে যায় ।
- পুরাতন পাতায় মরিচা দাগ পড়ে এবং নতুন পাতা ছোট হয়ে কুঁকড়িয়ে যায় ।
- ফলন অস্বাভাবিক হারে কমে যায় ।
ব্যবহারের সময়ঃ
- জমি তৈরির সময় শেষ চাষে।
- ফসলে জিংক এর অভাব পরিলক্ষিত হলে।
প্রয়োগমাত্রাঃ
ছিটিয়ে প্রয়োগঃ একর প্রতি ২-৫ কেজি হীরাজিন প্লাস প্রয়োগে ভাল ফল পাওয়া যায়। জিংকের অভাব বেশী হলে পরামর্শ অনুযায়ী প্রয়োগমাত্রা আরো বাড়াতে হবে।
স্প্রে করাঃ ১০ লিটার পানিতে ২০০ গ্রাম হীরাজিন প্লাস ভালভাবে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
মজুত করণঃ
শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে মজুত করুন।
সতর্কতাঃ
টি এস পি, এস এস পি বা ডি এ পি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না। শিশু, পশু-পাখি ও খাদ্য সামগ্রী হতে নিরাপদ দুরত্বে রাখুন।
রেজিষ্ট্রেশন নংঃ আই, এম, পি – ৪৪২৩