ভিম বোরণ
Solubor Boron 20%
উদ্ভিদের অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরণ অন্যতম। আশানুরুপ ফলন ও মানসম্মত ফসলের জন্য ভিম বোরণ ব্যবহার করুন।
অভাব জনিত লক্ষণঃ
- পাতা কোঁকড়ানো ও হলুদ রং ধারন করে।
- উদ্ভিদের কচি ডগা ভেঙ্গে পড়ে।
- কান্ড ও পাতার বোঁটা ফেটে যায়।
- শাখা প্রশাখা ও কুঁড়ি ঝরে যায়।
- ফুল ও ফলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
- ফলের আকার বিকৃত হয়ে যায়।
- উদ্ভিদে বন্ধাত্ব দেখা দিতে পারে।
প্রয়োগের ক্ষেত্রঃ
ধান, আলু, তামাক, মরিচ, কলা, পিঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পেঁপে, পটল, লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, শশা, শীম, করলা, বরবটি, ভূট্টা, সরিষা।
প্রয়োগ মাত্রাঃ
ভিম বোরণ পাতায় ও মাটিতে দুই ভাবে প্রয়োগ করা যায়।
উপরি প্রয়োগঃ প্রতি লিটার পানিতে ১-১.৫ গ্রাম ভিম বোরণ মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।
মাটিতে প্রয়োগঃ প্রতি বিঘাতে ১.৫-২ কেজি ভিম বোরণ প্রয়োগ করতে হবে।
রেজিষ্ট্রেশন নংঃ আই, এম, পি – ৪৪২১